নতুন করে টোটোর লাইসেন্স দেওয়া বন্ধ করতে বালুরঘাটে টোটো চালকদের বিক্ষোভ
২রা এপ্রিল, বালুরঘাটঃ বালুরঘাট শহরে নতুন করে টোটোর লাইসেন্স দেওয়া বন্ধ সহ বিভিন্ন দাবি জানিয়ে জেলা পরিবহন দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখালো বালুরঘাট শহরের টোটো চালকরা। বালুরঘাট পুরসভার প্রাক্তন কাউন্সিলর শংকর দত্তের নেতৃত্বে আজ বালুরঘাট শহরের টোটো চালকরা মিছিল করে জেলা পরিবহন দপ্তরের ঘেরাও করে। এর আগে গতকালও এই নিয়ে তারা কথা বলতে জেলা পরিবহন দপ্তরে গিয়ে পরিবহন আধিকারিকের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে তার দেখা না পেয়ে ক্ষুদ্ধ হয়ে ওঠে যান। তার ফলস্বরুপ তারা এইদিন বালুরঘাটের আঞ্চলিক পরিবহন আধিকারিকের অফিস ঘেরাও করে বিক্ষোভ কর্মসুচি পালন করে। বালুরঘাট পুরসভার প্রাক্তন কাউন্সিলর শংকর দত্তের অভিযোগ একদিকে বালুরঘাট শহরে দিন দিন টোটোর চাপ বাড়ছে। অন্যদিকে জেলা পরিবহন দপ্তর প্রতিদিন নতুন নতুন টোটোর লাইসেন্স প্রদান করে আরও সমস্যা বাড়িয়ে দিচ্ছেন। তেমনি এই সব টোটো চালকের রুটি রুজিতে টান পড়ছে।ব্যাঙ্ক মারফত লোন নিয়ে কিস্তি দেওয়াই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাদের। তার আরও অভিযোগ এই নিয়ে গত ২৫ মার্চ জেলা পরিবহন দফতরের আধিকারিকের সাথে এক দফা আলোচনার মাধ্যমে সহমতে আসা হয় যে নতুন করে শহরের আর কোন টোটোর লাইসেন্স প্রদান করা হবেনা। অথচ গত কয়েকদিন শহরে চার চারটি নতুন লাইসেন্স প্রদান করা হয়েছে। যা নিয়ে শহরের টোটো চালকদের মধ্যে জেলা পরিবহন দফতরের আধিকারিকের সহমতের খেলাপ হওয়াকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সে দিকে তাকিয়েই আজকে তারা বিষয়টি নিয়ে আঞ্চলিক পরিবহন দফতরের আধিকারিককে ফের সর্তক করার জন্য এই ঘেরাওএর ডাক দেওয়া হয়েছে।