সম্ভবত মঙ্গলবার থেকে খুলে যেতে চলেছে ফারাক্কা ব্যারেজ
১লা এপ্রিল, দিনাজপুর ডেইলি ডেস্কঃ সম্ভবত মঙ্গলবার থেকে খুলে যেতে চলেছে ফারাক্কা ব্যারেজ, এমনটাই জানালেন আইজি ট্রাফিক দেবাশীষ বরাল। সোমবার তিনি ফারাক্কা ব্যারেজ পরিদর্শন করেন, সঙ্গে ছিলেন জিএম শৈবাল ঘোষ। এইদিন ব্যারেজ পরিদর্শন করে তিনি জানান গত কয়েক মাস এই ব্যারেজ নিয়ে নানা সমস্যার মুখে পরেছে সবাই, সবার সহযোগিতার জন্য তিনি সবার কাছে ধন্যবাদ জানান। তিনি বলেন ফারাক্কা ব্যারেজের কাজ প্রাথমিক ভাবে সমাপ্ত হয়েছে। আগামী মঙ্গলবার ২রা এপ্রিল থেকে স্বাভাবিক হবে পরিস্থিতি।