বালুরঘাটে বিজয় মিছিলের উল্লাসে মনোনয়ন দাখিল বিজেপির
১লা এপ্রিল, বালুরঘাটঃ ঢাকের বাদ্য বাজিয়ে, উল্লাস ও নাচের তালে বালুরঘাটে মনোনয়ন পত্র দাখিল করতে এলো বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। সঙ্গে মিছিলে পা মেলালেন কৈলাস বিজয়বর্গিয়, জেলা সভাপতি শুভেন্দু সরকার, গৌতম চক্রবর্তী, ডাইমন্ডহারবারের বিজেপি প্রার্থী নিলাঞ্জন রায় সহ একাধিক নেতৃত্বরা। মঙ্গলপুর মোড় থেকে মিছিল শুরু করে প্রায় ১০ হাজার মানুষের লম্বা মিছিল এসে পৌছায় বালুরঘাট কোর্ট চত্ত্বরে। মিছিলের উল্লাস দেখতে রাস্তার ধারে জমা হয় শহরবাসি, অফিস থেকে বাইরে বেড়িয়ে আসে সরকারি কর্মীরা। মিছিলে পা মেলানো বিজেপি কর্মীদের মধ্যে এইদিন লক্ষ্য করা যায় ব্যাপক উদ্দিপনা।