পঞ্চায়েত নির্বাচনে প্রচারের বক্তব্যে পুলিশের করা মামলায় আগাম জামিন পেয়ে বালুরঘাট আদালতে হাজিরা কৈলাশের
১লা এপ্রিল, বালুরঘাটঃ গত পঞ্চায়েত নির্বাচনের প্রচারে এসে বিজেপির সাধারন সম্পাদক কৈলাশ বিজয়বর্গিয়-এর করা বক্তব্যে পুলিশকে মমতা ব্যানার্জীর ক্যাডার বলে মন্তব্য ঘিরে দক্ষিন দিনাজপুর জেলা পুলিশের করা মামলায় হাইকোর্টের আগাম জামিন নেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গিয়। সেই আগাম পেয়ে সোমবার বালুরঘাট আদালতে এসে হাজিরা দেন তিনি। এইদিন সকালে হেলিকপ্টারে বালুরঘাটে এসে পৌছান কৈলাশ বিজয়বর্গিয়, সেইখান থেকে প্রথমে বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয়ে জেলা নেতৃ্ত্বদের নিয়ে বৈঠক করেন।এরপরে তিনি বালুরঘাট কেন্দ্রের প্রার্থীর মনোনয়ন পত্র দাখিলের র্যালিতে হাজিরা দেন। এরপরে তিনি বালুরঘাট আদালতে হাজির হয়ে তার আইনজীবি উচ্চ আদালতে পাওয়া আগাম জামিনের আদেশনামা জমা করেন। যা পেয়ে কৈলাশ বিজয়বর্গিয়কে জামিন মঞ্জুর করেন দক্ষিন দিনাজপুর জেলা আদালতের সিজিএম। আদালত থেকে তিনি বেড়িয়ে এসে সাংবাদিকদের জানান তিনি পুরাতন একটি মামলার জন্য আদালতে হাজিরা দিতে এসেছেন। তিনি আরো বলেন এই রাজ্য মমতার পুলিশ ও তৃণমূল এক সঙ্গে কাজ করছে। যা গনতন্ত্রের প্রতি লজ্জার।
বালুরঘাট আদালতের সরকারি আইনজীবি সুভাষ চাকী আমাদের জানান আগেই তিনি উচ্চ আদালতে আগাম জামিন নিয়েছিলেন, এইদিন কৈলাশ বিজয়বর্গিয় বালুরঘাট আদালতে হাজিরা দিতে এসেছিলান মাত্র।