তিথি দেখে জেলা নির্বাচনী আধিকারিকের হাতে মনোনয়ন পত্র তুলে দিলেন বালুরঘাটের বিজেপি প্রার্থী

১লা এপ্রিল, বালুরঘাটঃ পঞ্জিকা দেখে ঠিক বেলা ১টায়,  জেলা নির্বাচনী আধিকারিকের হাতে মনোনয়ন পত্র তুলে দিলেন বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। এইদিন সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারে চেপে মনোনয়ন পত্র দাখিলের র‍্যালিতে অংশ নিতে, বালুরঘাটে আসেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গিয়, এছাড়াও ছিলেন ডাইমন্ডহারবারের বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়। এইদিন বালুরঘাট মঙ্গলপুর মোড় থেকে প্রায় ২০ হাজার মানুষের বিশাল র‍্যালি বেড় হয়ে র‍্যালি ্পৌছায় বালুরঘাট আদালত চত্ত্বরে। সেইখান থেকে প্রার্থী সুকান্ত মজুমদারকে সঙ্গে নিয়ে জেলা সভাপতি শুভেন্দু সরকার ও গৌতম চক্রবর্তী সহ মোট পাঁচ জনের প্রতিনিধি দল পৌছায় জেলা নির্বাচনী আধিকারিকের ঘরে। পঞ্জিকার তিথি মেনে ঠিক বেলা ১টায় তার মনোনয়ন পত্র তুলে দেন জেলা নির্বাচনী আধিকারিক দীপাপপ্রিয়া পি-এর হাতে।বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার এইদিন মনোনয়ন পত্র তুলে দিয়ে বেড়িয়ে আমাদের জানান এইদিনের এই র‍্যালি ছিলো হাওয়া এরপরে আসবে তুফান, এইদিন তারা একটা বিজয় মিছিল করলেন ২৩শে মে-র পরে আর একটা বিজয় মিছিল হবে এই শহরে। তিনি বলেন হিলি থেকে ইটাহার সর্বত্র কর্মীদের ঘরে ঢুকে গিয়েছেন তিনি, আগামীতে আরো বেশি করে কর্মী সমর্থকদের নিয়ে মাঠে ময়দানে নামতে হবে, যাতে নির্বাচনের জয় এবার বাস্তবায়ন হয়। এইদিনের এই মিছিলে ১০০ ঢাকের শব্দে ও কর্মীদের উল্লাস নিত্যে চলে মিছিল। মিছিলের উল্লাস দেখে রাস্তার দুই ধারে জড়ো হয় প্রায় শয়ে শয়ে মানুষ।আদালত চত্বর থেকে মিছিল ছেড়ে প্রার্থী সহ জেলা সভাপতি ও আরো চারজন নির্বাচনী আধিকারিকের করনে প্রবেশ করলেও কর্মীদের উৎসাহ ছিলো মনোনয়ন দাখিলের শেষ পর্যন্ত। বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার মনোনয়ন পত্র দাখিল করে জয়ের বার্তা দেন কর্মীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *