সকালে শেক্সপিয়ার সরণিতে ভয়াবহ আগুন
৩১শে মার্চ, দিনাজপুর ডেইলি ডেস্কঃ রবিবার সকাল সাতটা নাগাদ শেক্সপিয়র সরণির একটি বহুতলে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। ওই বহুতলের তিনতলার একটি বন্ধ রেস্তোরাঁয় আগুন লাগে বলে খবর পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেচে দমকলের তিনটি ইঞ্জিন। গোটা এলাকায় কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে হাজির হয়েছেন শেক্সপিয়র সরণির পুলিশ। এই দিন সকালে বহুতলের নিরাপত্তারক্ষীরা ওই বন্ধ রেস্তোরাঁ থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন। সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেওয়া হয়।
তবে কেমন করে আগুন লাগল তার তদন্তে নেমেছে দমকল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সাকিট থেকে এই আগুন লাগে। ওই বন্ধ রেস্তোরাঁর ফ্রিজ থেকে আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে। এই বহুতলে আরও দুটি রেস্তোরাঁ রয়েছে। বহুতল থেকে সবাইকে নামিয়ে আনা হয়েছে। পাশাপাশি আগুন যাতে ছড়িয়ে পড়েছে কিনা সে দিকে লক্ষ্য রাখা হচ্ছে।