বেগুন চাষকে কেন্দ্র করে সীমান্তে কৃষক-বিএসএফ সংঘর্ষ, আহত দুই, শূন্যে গুলি
৩১শে মার্চ, হিলিঃ দক্ষিন দিনাজপুর জেলার হিলির জামালপুরের সীমান্তে বেগুন চাষকে কেন্দ্র করে কৃষক-বিএসএফ সংঘর্ষ, ঘটনায় আহত দুই কৃ্ষক, ব্যাপক উত্তেজনা নিয়ন্ত্রনে আনতে শূন্যে গুলি বিএসএফের। জানাযায় রবিবার বিকালে জামালপুরের হবিবুর মন্ডলের কাঁটাতারের ওপারে থাকা জমিতে বেগুন চাষ করতে গেলে বাধা দেয় কর্তব্যরত বিএসএফ জওয়ান, কথা না শুনলে মারধর করা হয় হবিবুর মন্ডল ও তার স্ত্রী আলিয়া বিবিকে, ঘটনায় গুরুত্বর আহত হয় তারা। ঘটনায় ক্ষিপ্ত বাসিন্দাদের সঙ্গে খন্ড যুদ্ধ বেঁধে যায় এলাকায় পরিস্থিতিকে স্বাভাবিক করতে শূন্যে গুলি চালায় বিএসএফ। আহত দুইজনকে প্রথমে হিলি ও পরে বালুরঘাট সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। তাদের অবস্থা আশংঙ্খাজনক বলে জানায় চিকিৎসকরা। এলাকার বাসিন্দাদের অভিযোগ হবিবুর মন্ডল ও তার স্ত্রী আলিয়া বিবি তাদের বেগুন খেতে বিষ দিতে গেলে বাধাদেয় বিএসএফ এবং তাদের বন্দুকের বাট দিয়ে মারধর করে বি এস এফ জওয়ানরা। যদিও এই বিষয়ে বিএসএফ-এর ১৯৯ নম্বর ব্যাটিলয়নের কমান্ডেন্ট বিজেন্দ্র সিং নেগি আমাদের জানান বিষয়টি নিয়ে সেইভাবে আতংঙ্কিত হবার কিছু হয়নি। ঘটনার এখন স্বাভাবিক রয়েছে বলে এলাকায়। হিলি থানার ওসি কাজল ব্যানার্জী জানান ঘটনার কথা শুনেছি ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।