বিভিন্ন ক্ষোভ বিক্ষোভের পরেই বালুরঘাট শহরের কর্মী সভায় প্রতিটি ওয়ার্ডের যৌথ দায়িত্বে এলো পৌরসভার প্রাক্তন কাউন্সিলর ও ওয়ার্ড সভাপতি

৩০শে মার্চ, বালুরঘাটঃ বিধানসভা নির্বাচনে বালুরঘাট টাউন কমিটির কর্মীসভায় কর্মীদের মধ্যে থেকে উঠে এলো একাধিক ক্ষোভ ও বিক্ষোভ, যেখানে দেখা যায় পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড কমিটি সভাপতিদের অভিযোগ ওঠে কাউন্সিলরদের বিরুদ্ধে। আবার কোথাও কোথাও কাউন্সিলরদের দেখা যায় ওয়ার্ড সভাপতিদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে, এই সবকিছুর মধ্যে বিধানসভা নির্বাচনে পিছিয়ে থাকা এই শহরের অবস্থাকে উন্নতি ঘটাতে সবাইকে এক হয়েই কাজের বার্তা দিলেন বিদায়ী সাংসদ ও প্রার্থী অর্পিতা ঘোষ, উপস্থিত ছিলেন শঙ্কর চক্রবর্তী, সহ একাধিক ব্যক্তিত্বরা। তিনি আরো বলেন এই শুধু ওয়ার্ড সভাপতি নয় ওয়ার্ডের দ্বায়িত্ব ভাগ করে নিতে হবে কাউন্সিলরদেরও। তাই বেশ কিছু কাউন্সিলরদের পাশের বেশ কিছু ওয়ার্ডের দ্বায়িত্ব দেওয়া হয়েছে বলে জানাযায়, যেখানে রয়েছে রাজেন শীল, যাকে তার নিজের ওয়ার্ড সহ আরো দুইটি ওয়ার্ডের দ্বায়িত্ব দেওয়া হয়েছে আবার দেবজিৎ রঞ্জন রুদ্রকেও একি ভাবে নিজের ওয়ার্ড সহ আরো তিনটি ওয়ার্ডের দ্বায়িত্ব দেওয়া হয়েছে। একিভাবে দ্বায়িত্ব পেয়েছে ব্রতময় সরকার, তাকেও দ্বায়িত্ব দেওয়া হয়েছে তার নিজের ওয়ার্ড সহ আরো দুইটি ওয়ার্ডের। শহরের তৃণমূল রাজনীতির উন্নতির জন্য সবাইকে এক হয়ে কাজের আহ্বান জানান তিনি। যেখানে সব কিছুতেই টাউন সভাপতিকে বিশেষ গুরুত্বের কথা বলেছেন প্রার্থী নিজে। একটাই বার্তা দেওয়া হয়েছে যেভাবে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই শহরের ভরাডুবি ঘটেছিলো, সেই ঘটনা যাতে পুনরায় না ঘটে তাও তুলে ধরেন তিনি। তিনি বালুরঘাট শহর থেকে দলকে ভোটের লিড আহ্বান করেন, যেখানে প্রতিটি দ্বায়িত্বে থাকা ব্যক্তিবর্গকে ভোটের অংক দল মিলিয়ে নেবে বলে নির্দেশ দেন। একপ্রকারে বালুরঘাট শহরের মরা গাঙে জল ভরাতে তিনি এক অন্য কৌশল অবলম্বন করলেন, যেখানে বিপ্লব পন্থী থেকে শঙ্কর পন্থী এমনকি নিজের অনুগামীদের কেউ তিনি এক করে ভোটের ময়দানে নামাতে উদ্যোগ হলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *