পুকুরে জলে ডুবে মৃত্যু হলো দুই শিশুর, ঘটনায় শোকের ছায়া শালগ্রাম এলাকায়
৩০শে মার্চ, বালুরঘাটঃ কালীপূজার অনুষ্টান চলাকালীন পুকুরের জলে ডুবে একি পরিবারে মৃত্যু হলো দুই শিশুর। ঘটনায় শোকের ছায়া এলাকায়। ঘটনাটি ঘটেছে বালুরঘাট থানার শালগ্রাম এলাকায়। পুলিশ জানিয়েছেন মৃত দুই শিশু পুকুর পারে খেলা করতে করতে অসাবধনতা বশত পুকুরে পরে তলিয়ে যায়। মৃত দুই শিশুর নাম নন্দিতা ঘোষ ও শিবম দাস। স্থানীয় কিছু মানুষ দুই শিশুকে তলিয়ে যেতে দেখেই তড়িঘড়ি তাদের পুকুর থেকে উদ্ধার করে বালুরঘাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। যে বাড়িতে পূজার অনুষ্টান হচ্ছিল সেই বাড়ির মালিক জগন্নাথ ঘোষ আমাদের জানান, তার পরিবারের দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পরিবারে, ঘটনায় পরিবারের সবাই ভেঙে পরেছে। তিনি বলেন তার বাড়িতে পূজার অনুষ্টানে নন্দিতা ঘোষ ও শিবম দাসের পরিবার আসে, পরিবারের সভাই পূজার অনুষ্টান নিয়ে ব্যাস্ত হয়েগেল, সেই সময় সকলের চোখের অলক্ষ্যে তারা পুকুর পারে চলে যায়, সেই সময় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়, ঘটনার তদন্তে পুলিশ।