বালুরঘাট বামফ্রন্টের প্রার্থী রনেন বর্মনের সমর্থনে বালুরঘাটে মিছিল ও কর্মীসভা
২৯শে মার্চ, দিনাজপুর ডেইলি ডেস্কঃ বালুরঘাট লোকসভা আসনে বামফ্রন্টের প্রার্থী রনেন বর্মনের সমর্থনে দক্ষিন দিনাজপুর জেলা বামফ্রন্টের নেতা কর্মী সমর্থকদের প্রচার মিছিল। এই মিছিলে নেতৃত্ব দেন রাজ্যের দুই প্রাক্তন বামমন্ত্রী বিশ্বনাথ চৌধুরী ও নারায়ন বিশ্বাস। শুক্রবার বালুরঘাট শহরের নাট্যমন্দির প্রেক্ষাভৃহে বাম কর্মীদের নিয়ে ভোট প্রস্তুতি নিয়ে কর্মীসভা করেন জেলা বামফ্রন্ট নেতৃবৃন্দ। যেখানে আসন্ন লোকসভা নির্বাচনে কিভাবে লড়াই-এর ময়দান তৈরি করা যায়, পাশাপাশি অন্য দিক দিয়ে একে একে বাম কর্মী ও সমর্থকদের কিভাবে বিজেপিতে যাওয়া রোধ করা যায় সেই বিষয়ে আলোচনা হয় এইদিন। গত পঞ্চায়েত নির্বাচনে যেভাবে বামদল থেকে ভেঙ্গে বিজেপিতে চলে গিয়েছিলো বহু বাম নেতা সেই সব বিষয় প্রতিহত করতে এইদিন আলোচনা হয়। এইদিন তুলে ধরা হয় বাম ভোট ফিরিয়ে নিয়ে এলে এবারও নির্বাচনে জয় নিশ্চিত করা সম্ভব বামফ্রন্টের প্রার্থী রনেন বর্মনের। যার জন্য শিক্ষক, শ্রমিক, কৃ্ষক সাধারন কর্মী সবাইকে একসাথে মাঠে ময়দানে নেমে প্রচার চালাতে হবে। বামফ্রন্টের প্রার্থী রনেন বর্মন আমাদের জানান তিনি এবারের জয় নিয়ে ১০০ শতাংশ নিশ্চিত। তিনি কোন দিন রাজনৈতিক পরাজয়ের মুখে পরেনি। একজন সৎ ভালো মানুষ হিসাবে সবার কাছে তার গ্রহন যোগ্যতা রয়েছে, তাই এবারেও আবার জেলার সাধারন মানুষ বিপুল ভোট দিয়ে রনেন বর্মণকে জয়ী করবে বলে আশা করেন আর এস পির রাজ্য সম্পাদক বিশ্বনাথ চৌধুরী।