চার মন্ত্রীকে সঙ্গে নিয়ে জেলা নির্বাচনী আধিকারিক দপ্তরে মনোনয়ন পত্র জমা দিলেন অর্পিতা ঘোষ
২৮শে মার্চ, বালুরঘাটঃ চার মন্ত্রী, একজন প্রাক্তন মন্ত্রী ও জেলা সভাপতিকে সঙ্গে নিয়ে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে মনোনয়ন পত্র জমা দিলেন বালুরঘাট কেন্দ্রের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ।
এইদিন তার সঙ্গে ছিলেন অনগ্রসর উন্নয়ন মন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়, কৃ্ষি মন্ত্রী পূর্ণেন্দু বসু, পর্যটন মন্ত্রী ও এই জেলার পর্যবেক্ষক গৌতম দেব, জেলার বিধায়ক ও রাষ্ট্রমন্ত্রী বাচ্চু হাঁসদা, ছিলেন প্রাক্তন পূর্তমন্ত্রী ও বালুরঘাটের প্রাক্তন বিধায়ক শঙ্কর চক্রবর্তী, বিধায়ক তোরাফ হোসেন মন্ডল সহ দক্ষিন দিনাজপুর জেলা সভাপতি বিপ্লব মিত্র সহ একাধিক নেতা ও নেতৃ্ত্বরা। বেলা এগারোটায় বালুরঘাট হাইস্কুল ময়দান থেকে কয়েক হাজার মানুষের মিছিল বের করে শহরে আদালত চত্ত্বর প্রদক্ষিন করেন প্রার্থী অর্পিতা ঘোষ। এরপরে তিনি ও চার মন্ত্রী, একজন প্রাক্তন মন্ত্রী ও জেলা সভাপতিকে সঙ্গে নিয়ে জেলা নির্বাচনী আধিকারিকের যান মনোনয়ন পত্র দাখিল করতে। ঘড়ি ধরে ঠিক বেলা ১২টায় তিনি ভারপ্রাপ্ত নির্বাচনী আধিকারিকের কাছে তার মনোনয়ন পত্র জমা দেন। এরপরে তিনি জেলা শাসক ও জেলা নির্বাচনী আধিকারিক দীপাপপ্রিয়া পির কাছে তিনি শপদ বাক্য পাঠ করেন। মনোনয়ন পত্র জমা দিয়ে বের হয়ে তিনি সাংবাদিকদের বার্তাদেন তার সঙ্গে এইদিন রাজ্যের চার মন্ত্রী, একজন প্রাক্তন মন্ত্রী ও জেলা সভাপতি বিপ্লব মিত্র একসঙ্গে দলের প্রতিটি কর্মীদের বার্তাদেন দল এক হয়ে কাজ করছে, নির্বাচনের জয় তার নিশ্চিত, দলে কোন কর্মীর ক্ষোভ বিক্ষোভ নেই, তাই এইদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ বালুরঘাটে উপস্থিত মনোনয়ন পত্র জমা উপলক্ষে। তার সঙ্গে এইদিন মনোনয়ন পত্র জমা দেন এসইউসিআই-এর পক্ষ থেকে পেশায় আইন জীবি বিরেন মহন্ত। তিনি বলেন তার দল বিদ্যুৎ থেকে শিক্ষায় পাশ ফেল প্রথা সহ বিভিন্ন পরিকাঠামো উন্নয়নের ইস্যু তুলে ধরবেন।