খন গান ও মুখা নিত্যের মাধ্যমে নির্বাচনী প্রচার বাবদ বরাদ্দ ১০লক্ষ টাকা, কিন্তু বাস্তবে নেই প্রচার
২৮শে মার্চ, বালুরঘাটঃ খন গান ও মুখা নিত্যের মাধ্যমে নির্বাচনী সচেতনতার প্রচারের উদ্যোগ নিলেও জেলায় দেখা নেই কোন প্রচার, ঘটনার অভিযোগ বাম থেকে ডান সব দলের। যার ফলে নির্বাচন কমিশনের প্রচারের উদ্যোগ মুখথুবরে পরেছে বলে অভিযোগ তাদের, নির্বাচন কমিশন যেভাবে এই প্রচার জেলার প্রতিটি কোনে করবার ভাবনা ভেবেছিলো সেই প্রচারের বিন্দু বিসর্গও নজরে আসছেনা এলাকায়। জানাযায় এবারের নির্বাচনে দক্ষিন দিনাজপুর জেলা নির্বাচন কমিশন উদ্যোগ গ্রহন করে জেলার মুখা শিল্প ও খন গানকে ব্যাবহার করবে। সেই হিসাবে জেলার এক খন শিল্পীকে এই প্রচারের বরাদ দেয় নির্বাচন কমিশন কিন্তু এই প্রচারের জন্য অর্থ বরাদ্দ করলেও প্রচারের দেখা নেই জেলায় বলে অভিযোগ করে জেলার সব রাজনৈতিক দল। আর এস পি প্রার্থী রণেন বর্মণ আমাদের জানায় এই উদ্যোগ খুব প্রয়োজনীয় একটা বিষয়, দক্ষিন দিনাজপুর জেলার অধিকাংশ এলাকায় গ্রামীন, তাই এই জেলার মানুষদের আধুনিক নির্বাচনী বিষয় ভালো ভাবে প্রচার চালানো অত্যন্ত জরুরী একটা বিষয়। কিন্তু বাস্তবে তিনি তার বিভিন্ন এলাকায় প্রচারে গিয়ে কোথাও এই ধরনের সচেতনতা প্রচার চোখে দেখেনি, যদি এই ধরনের প্রচারের জন্য নির্বাচন কমিশন অর্থ বরাদ্দ করে থাকে তবে টাকা নিয়ে প্রচার না করা অত্যন্ত অন্যায় একটা বিষয়। পাশাপাশি একি ধরনের অভিযোগ সামনে আসে কংগ্রেস প্রার্থী আব্দুস সাদেক সরকার ও এসইউসিআই প্রার্থী বিরেন মহন্ত। ঘটনায় সচ্চার হয়েছে বিভিন্ন সমাজ সচেতন মানুষ। নির্বাচন দপ্তর সুত্রে জানাযায় এই প্রচার বাবদ বরাদ্দ প্রায় ১০লক্ষ বেশী টাকা, কিন্তু বাস্তবে প্রচারের দেখা নেই। এই নিয়ে জেলা নির্বাচন আধিকারিকের কোন বক্তব্য মেলেনি।