মহেশ হিরো ডেস্টিনি ভয়েসের গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হলো ২৬শে মার্চ
২৮শে মার্চ, দিনাজপুর ডেইলি ডেস্কঃ ১১ই মার্চ থেকে বালুরঘাটে শুরু হওয়া দক্ষিন দিনাজপুর জেলার ৬ থেকে ১৪ বছর বয়সের ছেলে মেয়েদের নিয়ে সঙ্গীত প্রতিযোগিতা মহেশ হিরো ডেস্টিনি ভয়েসের গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হলো ২৬ শে মার্চ মঙ্গলবার অনুষ্ঠিত হলো। গত ৯দিন ধরে টানা অংশগ্রহনকারি প্রতিযোগিদের নিয়ে৷ মহেশ হিরো ডেস্টিনি ভয়েস প্রতিযোগিতার
প্রথম স্থান পেলো নির্মাল্য কুন্ডু,
দ্বিতীয় স্থান পেলো ঋতব্রত দাসগুপ্ত,
এবং তৃতীয় স্থান পেলো মৌপর্না চন্দ্র।
দক্ষিন দিনাজপুর জেলায় এই প্রথম ৬ থেকে ১৪ বছর বয়সের ছেলে মেয়েদের নিয়ে সঙ্গীত প্রতিযোগিতা মহেশ হিরো ডেস্টিনি ভয়েস। সেমিফাইনাল থেকে বেড়িয়ে আসা কয়েকজনকে নিয়ে ২৬শে মার্চ অনুষ্টিত হলো ফাইনাল বালুরঘাট নাট্যমন্দিরে। অনুষ্ঠান শেষে বিজয়ী দের হাতে তুলে দেওয়া হলো আকর্ষণীয় উপহার ও পুরস্কার। সংস্থার কর্ণধার শিবাজী আগওয়াল আমাদের জানান এই প্রতিযোগিতা এই প্রথম তারা এই জেলায় করছে, বালুরঘাট সহ সারা জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একাধীক প্রতিভা। কিন্তু সঠিক সুজোগ ও প্লাটফর্ম না পাবার কারনে পথেই হারিয়ে যায় বহু প্রতিভা, তাই মহেশ হিরোর একটি ছোট্ট প্রয়াস যে ডেস্টিনি ভয়েসের মাধ্যমে জেলার এই সব প্রতিভাদের একটা সুজোগ তৈরি করে দেওয়ার।